Social Welfare Activities

Activities

আর্তজনে পেন্সিল

বন্যাদুর্গতদের পুনর্বাসন প্রকল্প (১১ নভেম্বর, ২০১৭, ঠাকুরগাঁও)

পেন্সিল মূলত শিল্পসংস্কৃতির বিভিন্ন শাখা নিয়ে কাজ করলেও দেশ যখন বন্যা কবলিত হয়, বন্যাদুর্গত মানুষেরা যখন মানবিক জীবন যাপন করে, পেন্সিলের সদস্যরা তখন বন্যাদুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়ান। প্রাথমিক তথ্যউপাত্ত বাছাইয়ের পর ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম জগদলকে ত্রাণ দেয়ার জন্য নির্বাচন করা হয়। এই গ্রামটি এতোটাই প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত যে সরকারী এবং বেসরকারী সংস্থাগুলোর ত্রাণ সহযোগিতাও সেখানে ঠিকভাবে পৌঁছাতে পারেনি।

পর্যবেক্ষণে দেখা যায় বন্যাদুর্গত এই এলাকায় তাৎক্ষণিক খাদ্য সহায়তার চেয়েও বেশি প্রয়োজন পুনর্বাসন ব্যাবস্থা। তাই এই বিষয়টির প্রতি অধিক গুরুত্ব দেয়া হয়।

এই ত্রাণ কার্যক্রমের জন্য সংগৃহীত ১৫ লক্ষ টাকার পুরোটাই আসে পেন্সিলের সদস্যদের কাছ থেকে। শিল্পসংস্কৃতিতে অবদান রাখার পাশাপাশি পেন্সিল ভবিষ্যতেও মানুষের সেবায় এমন ধরণের জনকল্যাণ মূলক কাজ অব্যাহত রাখার ইচ্ছে পোষণ করে।

করোনা মহামারীতে পেন্সিল পরিবারের মানবিকতা

করোনার এই কঠিন সময়টাতে সাধারণ পেন্সিলরদের অনুরোধে পেন্সিল করোনা ফান্ড সংগ্রহ করে সম্পূর্ণ দেশ জুড়ে প্রায় ৫০০ পরিবার কে এই সহায়তা দেয়া হয় বিশেষত, রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশ আনসার বাহিনীর সাহায্য সহকারে ১৭৮ পরিবারে  এবং চাঁপাইনবাবগন্জ জেলা পুলিশের সহায়তায় ১১৮টি পরিবার কে  পেন্সিলের পক্ষ থেকে এই সাহায্য প্রদান করা হয় উল্লেখ্য, সহায়তা প্রদানের ক্ষেত্রে ভুক্তভোগী মধ্যবিত্ত নিম্নবিত্ত পেন্সিলরদের অগ্রাধিকার দেয়া হয়েছে

পেন্সিল বৃক্ষরোপণ কর্মসূচী

গাছ বাঁচলে বাঁচবে প্রাণ,

চলুন রাখি অবদান

এই স্লোগান সঙ্গে নিয়ে রাজশাহী পেন্সিলরদের উদ্যোগে রাজশাহী কলেজ, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী রিভার ভিউ কালেক্টরেট স্কুল, রাজশাহী বিয়াম স্কুল এবং সাদিপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। এই কর্মসূচীর আওতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সর্বমোট দুই হাজার সাতশো গাছ লাগানো হয়। এই আয়োজনে উপস্থিত থেকে উৎসাহ জুগিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র পত্নী বিশিষ্ট সমাজসেবী শাহীনা আকতার রেনী, রাজশাহী জেলা প্রশাসক মোঃ হামিদুল হক, রাজশাহী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ হাবিবুর রহমান। আর এই আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

পেন্সিল শীত পরিযায়ী পাখি বরণ উৎসব ( ডিসেম্বর, ২০১৯, রাজশাহী)

পৃথিবীতে প্রাণের সংরক্ষণ বিস্তারে পরিবেশের অত্যাবশ্যকীয় অংশ পাখি। আমাদের দেশীয় পরিযায়ী পাখি এবং বন্যপ্রাণীর নিরাপদ অবস্থান নিশ্চিত করায় স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর পদ্মার পাড়ে পেন্সিল ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। উদ্যোগে পেন্সিল ফাউন্ডেশনের সহযোগী হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন রাজশাহী বার্ড ক্লাব।

 

 

স্কুল ভিত্তিক লাইব্রেরী গঠণ ও বই প্রদান কর্মসূচী

বই একজন মানুষের জ্ঞান বৃদ্ধি করার সাথে সাথে তাকে পরিচয় করিয়ে দেয় নতুন নতুন সব বিষয়ের সাথে। যার ফলে বাড়ে জানার আগ্রহ। সুস্থ মানসিক বিকাশ এবং চিন্তা ভাবনার উন্নয়নের পাশাপাশি বই-ই পারে একজন মানুষকে মানবিক গুণসম্পন্ন মানুষ করে গড়ে তুলতে। আর এমন মানবিক গুণাবলীসম্পন্ন মানুষদের হাত ধরেই তৈরি হয় সুন্দর সমাজব্যাবস্থা, সুন্দর রাষ্ট্র। আর তাই আমাদের আগামী প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলে তাদেরকে সুন্দর একটি শৈশব-কৈশোর উপহার দেয়ার পাশাপাশি তাদের সুস্থ মানসিক বিকাশের মাধ্যমে মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পেন্সিলে উদ্যোগ নেয় স্কুল-কলেজভিত্তিক গ্রন্থাগার গঠণ ও গ্রন্থাগার সমৃদ্ধকরণ কর্মসূচীর। শিশু কিশোরদের পড়ার উপযোগী ৫০ টি বই নিয়ে রাজশাহীর তানোর উপজেলার ৩০ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই কর্মসূচীর যাত্রা শুরু হয়। পর্যায়ক্রমে এই দেশের সকল অঞ্চলের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেয়ার স্বপ্ন দেখে পেন্সিল।

 

পেন্সিল গ্রন্থাগার প্রকল্প – শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা (৩০টি)

 

স্কুলঃ

 

১.         কামারগাঁ উচ্চ বিদ্যালয়

২.        পারিশো দূর্গাপুর উচ্চ বিদ্যালয়

৩.        চাপড়া উচ্চ বিদ্যালয়

৪.         হাতিশাইল উচ্চ বিদ্যালয়

৫.        আকচা উচ্চ বিদ্যালয়

৬.        তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

৭.         ডাঃ আবু বকর উচ্চ বিদ্যালয়

৮.        সরনজাই বালিকা উচ্চ বিদ্যালয়

৯.        চৌবাড়িয়া উচ্চ বিদ্যালয়

১০.      প্রাণপুর বালিকা উচ্চ বিদ্যালয়

১১.       হরিপুর-২ উচ্চ বিদ্যালয়

১২.      চাঁদপুর ২য় উচ্চ বিদ্যালয়

১৩.      নারায়নপুর ২য় উচ্চ বিদ্যালয়

১৪.       চোরখৈর উচ্চ বিদ্যালয়

১৫.      কলমা উচ্চ বিদ্যালয়

১৬.      কিসমত বিল্লী উচ্চ বিদ্যালয়

১৭.       মালবান্ধা উচ্চ বিদ্যালয়

১৮.      শ্রীখন্ডা উচ্চ বালিকা বিদ্যালয়

১৯.      মির্জাপুর উচ্চ বিদ্যালয়

২০.      বনকেশর ব্রীজঘাট উচ্চ বিদ্যালয়

২১.      মন্ডুমালা বালিকা উচ্চ বিদ্যালয়

২২.      তালন্দ এ. এম উচ্চ বিদ্যালয়

২৩.      সরনজাই উচ্চ বিদ্যালয়

২৪.      তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়

২৫.     দরগাডাঙ্গা উচ্চ বিদ্যালয়

 

কলেজঃ

১.         কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ

২.        কোয়েল আদর্শ কলেজ

৩.        সেন্ট্রাল কলেজ কামারগাঁ

৪.         সরনজাই ডিগ্রী কলেজ

৫.        তানোর মহিলা কলেজ

 

অবশিষ্ট ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে বই এবং বুকশেলফ প্রদানঃ

২৩ জানুয়ারি ২০২১ রাজশাহীর তানোর উপজেলার অবশিষ্ট ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে বই এবং বুকশেলফ প্রদান করে পেন্সিল। এর মাধ্যমে তানোর উপজেলার ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে বই এবং বুকশেলফ দেয়ার কাজ সম্পন্ন করে পেন্সিল। এই আয়োজনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ নজরুল ইসলাম ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুশান্ত কুমার মাহাতো।

 

পেন্সিল গ্রন্থাগার প্রকল্প – শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা (৪৫টি)

 

স্কুলঃ

১. রাতৈল উচ্চ বিদ্যালয়

২. বহরইল বরেন্দ্র উচ্চ বিদ্যালয়

৩. ময়েনপুর উচ্চ বিদ্যালয়

৪. তালন্দ উচ্চ বালিকা বিদ্যালয়

৫. নারায়নপুর উচ্চ বিদ্যালয়

৬. চন্দনকোঠা উচ্চ বিদ্যালয়

৭. কাঁঠালপাড়া উচ্চ বিদ্যালয়

৮. তানোর উচ্চ বালিকা বিদ্যালয়

৯. লালপুর উচ্চ বিদ্যালয়

১০. মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়

১১. কোয়েল উচ্চ বিদ্যালয়

১২. কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়

১৩. সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়

১৪. চুনিয়াপাড়া হাজী একতার আলী উচ্চ বিদ্যালয়

১৫. দুবইল উচ্চ বিদ্যালয়

১৬. জুমারপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়

১৭. মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়

১৮. কচুয়া উচ্চ বিদ্যালয়

১৯. কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়

২০. কলমা উচ্চ বালিকা বিদ্যালয়

২১. মোহর উচ্চ বিদ্যালয়

২২. প্রকাশনগর উচ্চ বিদ্যালয়

২৩. শুকদেবপুর উচ্চ বিদ্যালয়

২৪. বনগাঁও চক রহমত উচ্চ বিদ্যালয়

২৫. গঙ্গারামপুর বলদিপাড়া জুনিয়র উচ্চ বিদ্যালয়

২৬. এলামদহি হাট জুনিয়র গার্লস স্কুল

২৭. ছাওর এইচ. এম জুনিয়র গার্লস স্কুল

২৮. গাল্লা জুনিয়র স্কুল

২৯. বিনোদপুর জুনিয়র হাই স্কুল

৩০. ডাঙ্গাপাড়া জুনিয়র স্কুল

৩১. ঝিনাখোর জুনিয়র সেকেন্ডারি স্কুল

৩২. মন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয়

৩৩. বাধাইড় মডেল জুনিয়র স্কুল

৩৪. জোত গোকুল জুনয়ির হাই স্কুল

৩৫. কিসমত বিল্লী জুনিয়র বালিকা বিদ্যালয়

 

কলেজঃ

১. কচুয়া আইডিয়াল কলেজ

২. তানোর আব্দুল করিম সরকারি কলেজ

৩. লালপুর মডেল কলেজ

৪. মাদারীপুর আইডিয়াল কলেজ

৫. মন্ডুমালা মহিলা কলেজ

৬. তালল্দ ললিতমোহন কলেজ

৭. এফ. এম কলেজ মন্ডুমালা

৮. কালিগঞ্জ হাট কলেজ

৯. তানোর পৌরসভা বি এম কলেজ

১০. কচুয়া কারিগরী কলেজ

Photo Gallery