Publications

Publications

পেন্সিল ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ পেন্সিল পাবলিকেশনস, নিবন্ধিত হয় ২০১৮ সালের অক্টোবর মাসে। নিবন্ধনের পাঁচ মাসের মাথায় প্রতিষ্ঠার প্রথম বছরেঅমর একুশে গ্রন্থমেলা ২০১৯ পেন্সিল পাবলিকেশনস বাঙালির স্বাধিকার চেতনার প্রথম সোপান ভাষা আন্দোলনকে সম্মান জানিয়ে প্রকাশ করে ৫২ টি বইবই বায়ান্নস্লোগানে।মুজিব বর্ষ, অমর একুশে গ্রন্থমেলা ২০২০ ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয়ের স্মারকসংখ্যা বিবেচনায়বই চুয়ান্নস্লোগানে পেন্সিল পাবলিকেশনস থেকে প্রকাশিত হয় ৫৪ টি বই। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহী বইমেলাতেও পেন্সিল পাবলিকেশনস অংশগ্রহন করে।

banner-3

অসমাপ্ত আত্মজীবনী নানান আলোয় নানান স্বরে

অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এ পেন্সিল পাবলিকেশনসের ‘অসমাপ্ত আত্মজীবনী – নানান আলোয় নানান স্বরে’ বইয়ের মোড়ক উন্মচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বইটির মুখবন্ধ লেখা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাতীয় অধ্যাপক শ্রদ্ধেয় আনিসুজ্জামান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের উপর ভিত্তি করে প্রকাশিত এই বইয়ে দেশের বিশিষ্ট চিন্তাবিদ, সাহিত্যিক, শিল্পীদের লেখাকে এক মলাটে আবদ্ধ করার চেষ্টা করা হয়েছে।

Photo Gallery