Pencil in UK

পেন্সিল আড্ডালন্ডন, যুক্তরাজ্য ( ডিসেম্বর, ২০১৭, ইস্ট লন্ডন)

পেন্সিল পরিচালনা পর্ষদ প্রথম থেকেই পেন্সিলকে দেশের সীমানার ভেতর আবদ্ধ না রেখে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলা ভাষাভাষীদের মাঝে ছড়িয়ে দিতে চেয়েছে পেন্সিল গ্রুপে তাদের সরব উপস্থিতি থাকলেও পেন্সিল চেয়েছে তাদের জন্য এমন একটি আয়োজন করতে যেখানে তারা একে অপরকে সামনা সামনি দেখতে পারবে, শিল্পসংস্কৃতি নিয়ে কথা বলতে পারবে তাদের সন্তানেরা যাদের জন্ম এবং বেড়ে ওঠা প্রবাসে, তারা বাংলা ভাষার শিল্পসাহিত্য নিয়ে জানার সুযোগ পাবে এমন চিন্তা থেকেই প্রবাসী পেন্সিলরদের জন্য প্রথম আড্ডা আয়োজনের ব্যাবস্থা করা হয় লন্ডনে

 

পেন্সিল আড্ডালন্ডন (১৫ এপ্রিল, ২০১৮, যুক্তরাজ্য)

দিনে দিনে যুক্তরাজ্যে পেন্সিলরদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পেন্সিল যুক্তরাজ্য টিম দ্বিতীয়বারের মত লন্ডনে পেন্সিল আড্ডার আয়োজন করে। এই আয়োজনে আসন্ন ‘লন্ডন বৈশাখী মেলা’ নিয়ে আলোচনা করা হয়।


লন্ডন
বৈশাখী মেলা ( জুলাই, ২০১৮)

দেশের বাইরে দেশীয় কোন বড় উৎসব উদযাপনের আয়োজন নিয়ে পেন্সিলের প্রথম আত্মপ্রকাশ ঘটে লন্ডন বৈশাখী মেলার মাধ্যমে যুক্তরাজ্য সরকারের টাওয়ার হ্যামলেট কাউন্সিল বাঙালিদের একত্রিত হওয়ার সব থেকে বড় এই আয়োজনের সুযোগ করে দেয়

এই আয়োজনে পেন্সিলের নিজস্ব একটি স্টল ছিল। যার মাধ্যমে প্রবাসী বাঙালিরা পেন্সিল সম্পর্কে জানার সুযোগ পান। লন্ডন ছাড়াও যুক্তরাজ্যের বিভন্ন শহর থেকে কয়েক শত পেন্সিলর এই আয়োজনে উপস্থিত হন। পেন্সিল স্টল এবং পেন্সিলরদের কাছ থেকে পেন্সিলের কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ পান মেলায় আগত পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ। পেন্সিল সম্পর্কে জানতে পেরে তারা পেন্সিলের কার্যাবলীর প্রশংসা করার পাশাপাশি পেন্সিলের সাথে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেন।

পেন্সিলইউকে বিজয় মেলা (১৬ ডিসেম্বর, ২০১৮, ব্রাডি আর্ট সেন্টার, যুক্তরাজ্য)

তিনটি ধাপে পেন্সিল ইউকে বিজয় মেলা উদযাপিত হয় শিশুদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সব বয়সীদের জন্য ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান পেন্সিলরদের তৈরি করা খাবার এবং বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয়ের জন্য ছিল স্টল

 

যুক্তরাজ্য ম্যাগাজিন প্রকাশ 

পেন্সিল ইউকে টিমের উদ্যোগে আয়োজিত এই উৎসবের বড় আকর্ষণ ছিলো যুক্তরাজ্যে বেড়ে ওঠা এক ঝাঁক ক্ষুদে পেন্সিলরের বাংলা ভাষায় ছড়া, গান নৃত্য পরিবেশনা এছাড়াও ছিল বড়দের আবৃত্তি, গান নৃত্য পরিবেশনা এছাড়া যুক্তরাজ্যের পেন্সিলরদের লেখা গল্প, কবিতা, ভ্রমণ, প্রবন্ধ, পাঠ প্রতিক্রিয়া, রেসিপি এবং ছোটদের চিত্রাঙ্কন নিয়ে প্রকাশিত প্রথম ম্যাগাজিনরং পেন্সিলএর মোড়ক উন্মোচন করা হয়

Gallery