Pencil in Book Fair

BOOK FAIR

অমর একুশে গ্রন্থমেলা ২০২১

বৈশ্বিক মহামারি (কোভিড ১৯) পরিস্থিতিতে অমর একুশে গ্রন্থমেলা ২০২১ বরাবরের মতো পহেলা ফেব্রুয়ারিতে শুরু না হয়ে পরিবর্তিত সময় অনুসারে ১৮ মার্চ ২০২১-এ বাংলাদেশ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বাংলা একাডেমির তত্ত্বাবধানে শুরু হয়।
অমর একুশে গ্রন্থমেলা ২০২১ উপলক্ষ্যে পেন্সিল পাবলিকেশনস থেকে প্রকাশিত হয় ৫৬টি বই। ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে পেন্সিল পাবলিকেশনস ৫৬টি বই প্রকাশ করে ‘বই ছাপ্পান্ন’ স্লোগানে।


অমর
একুশে গ্রন্থমেলা ২০২০ (২৯ ফেব্রুয়ারি, ২০২০)

দ্বিতীয়বারের মত পেন্সিল নিজ নামে বইমেলায় অংশগ্রহণ করে। পেন্সিল পাবলিকেশনস অমর একুশে গ্রন্থমেলা ২০২০ ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয়ের স্মারকসংখ্যা বিবেচনায়বই চুয়ান্নস্লোগানে ৫৪ টি বই প্রকাশ করে।

অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ (২৮ ফেব্রুয়ারি, ২০১৯)

পেন্সিলের জন্য অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ ছিল ভীষণ তাৎপর্যপূর্ণ। প্রথমবারের মত পেন্সিল নিজ নামে বরাদ্দকৃত স্টল এবং নিজস্ব প্রকাশনীর বই নিয়ে বইমেলায় অংশগ্রহণ করে। বাঙালির স্বাধিকার চেতনার প্রথম সোপান ভাষা আন্দোলনকে সম্মান জানিয়ে পেন্সিল পাবলিকেশনস নতুন এবং পুরনো লেখকদের সর্বমোট ৫২টি বই প্রকাশ করে।

অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ (২৮ ফেব্রুয়ারি, ২০১৮)

দুই বছরেরও কম বয়সী একটি ফেসবুক গ্রুপের জন্য বই প্রকাশ করা কষ্টসাধ্য হলেও পেন্সিলরদের ভালোবাসায় পেন্সিল অমর একুশে গ্রন্থমেলায় টি বই প্রকাশ করে। পেন্সিলজাগৃতি প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় নির্বাচিত কবিলেখকদের বইয়ের পাশাপাশি শতাধিক কবিলেখকের কবিতা এবং গল্প নিয়ে পেন্সিল সংকলন – ‘গ্রাফাইটের গুঞ্জণপ্রকাশিত হয়।

এর বাইরে তিনজন নবীণ কিন্তু অভিজ্ঞ লেখকের বইও প্রকাশিত হয়। অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ তে পেন্সিলের সকল বই প্রকাশিত হয় জাগৃতি প্রকাশনী থেকে।

অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ (ফেব্রুয়ারী ০১ফেব্রুয়ারী ২৮, ২০১৭)

আত্মপ্রকাশের পাঁচ মাসের মাথায় পেন্সিলের প্রথম বই প্রকাশিত হয় অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ তে। ফেসবুক গ্রুপ হিসেবে এত অল্প সময়ে বই প্রকাশের সিদ্ধান্ত নেয়া খুব সহজ বিষয় ছিলো না পেন্সিলের জন্য। তবে পেন্সিল তার সদস্যদের প্রতি আস্থা রেখেছে, যারা স্বপ্ন দেখতে জানেন এবং সেই স্বপ্নকে অনলাইনের গন্ডি পেরিয়ে অফলাইনে এনে বাস্তবে পরিণত করতে পারেন।

১৯৫২ সালে সংঘটিত ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায় বই প্রকাশ করা যে কোন লেখকের জন্যই ভীষণ আনন্দের। যে আন্দোলন আমাদেরকে বাংলা ভাষা দিয়েছে, যে আন্দোলনের হাত ধরে অর্জিত ভাষার মাধ্যমে

 

চট্টগ্রাম বইমেলা ২০১৮ (১৫২৫ ফেব্রুয়ারি, ২০১৮)

চট্টগ্রাম বইমেলায় অংশগ্রহণ পেন্সিলের জন্য এক নতুন দুয়ার উন্মোচন করে। চট্টগ্রাম পেন্সিলরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে পেন্সিল যে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের ভালবাসায় সিক্ত হয়ে চলেছে প্রতিনিয়ত।

চট্টগ্রাম বইমেলায় পেন্সিলের নিজস্ব স্টল ছিল। পেন্সিলের টানে প্রতিদিন চট্টগ্রাম বইমেলা প্রাঙ্গণের পেন্সিল স্টলে অসংখ্য মানুষ এসেছেন। মাত্র ১০ দিনে পেন্সিলের এক হাজারেরও অধিক বই বিক্রি হয়।

চট্টগ্রাম বইমেলা কর্তৃপক্ষ কর্তৃক পেন্সিল স্টল সেরা স্টল হিসেবে নির্বাচিত হয় এবং পুরস্কার লাভ করে।

 

চট্টগ্রাম, রাজশাহী বিভাগীয় বইমেলা ২০১৯

২০১৯ সালে পেন্সিল মোট চারটি বইমেলায় অংশগ্রহণ করে। ঢাকার পাশাপাশি পেন্সিল চট্টগ্রাম, রাজশাহি এবং সিলেট বইমেলায় অংশ নেয়।

 

চট্টগ্রাম

পূর্বের ধারাবাহিকতায় ২০১৯ সালেও পেন্সিল চট্টগ্রাম বইমেলায় অংশগ্রহণ করে। চট্টগ্রাম পেন্সিল স্টলে এসে পেন্সিলকে উৎসাহ জুগিয়ে যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং কবি আসাদ চৌধুরী।

চট্টগ্রাম বইমেলায় পেন্সিল টানা দ্বিতীয়বারের মত সেরা স্টল নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে।

 

রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ্ কলা ভবনের সামনে, মার্চের ১১ এবং ১২ তারিখে অনুষ্ঠিত হওয়া বইমেলায় অংশ নেয় পেন্সিল। এই দুইদিনের আয়োজনেই রাজশাহী পেন্সিলরদের ভালোবাসায় সিক্ত হয় পেন্সিল।

 

সিলেট

প্রথম আলো বন্ধুসভা সিলেটের উদ্যোগে আয়োজিত এই বইমেলায় অংশগ্রহণ করে পেন্সিল। প্রথমবারের মত সিলেটের বইমেলায় অংশ নেয় পেন্সিল।

Photo Gallery