As we Grow

As we Grow


পেন্সিল
কি?

স্বপ্ন, আবেগ এবং প্রত্যাশার সমন্বয়ের নাম পেন্সিল, যা লক্ষ লক্ষ হৃদয়কে আলোকিত করে। পেন্সিলের লক্ষ্য নান্দনিক সমাজ গড়া।

 

পেন্সিলের শুরুর গল্প

লেখক, গায়ক, চিত্রশিল্পী, আলোকচিত্রশিল্পীসহ ভিন্ন ভিন্ন শ্রেণীর সৃজনশীল মানুষ নিয়ে ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর ফেসবুক গ্রুপ হিসেবে পেন্সিল যাত্রা শুরু করে। শিল্পসংস্কৃতির সুস্থ চর্চাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেয়াই পেন্সিলের লক্ষ্য।

অনলাইন প্লাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও পেন্সিল শুধুমাত্র অনলাইনেই নিজেকে সীমাবদ্ধ রাখেনি। অনলাইনের পাশাপাশি পেন্সিলের অফলাইন কার্যক্রম এগিয়ে নিতে ইতঃমধ্যেই পেন্সিল ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। পেন্সিল ফাউন্ডেশন পেন্সিলের শক্তিশালী কাঠামোগত পরিচয় বহন করে।

pencil document mockup srishty

Photo Gallery